সিনক্রোনাস ট্রান্সমিশন



সিনক্রোনাস ট্রান্সমশিন বলতে কি বুঝায়?

What do you mean by synchronous data transmission?

যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক স্টেশনে ডেটাকে প্রথমে কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসে স্টোর করে নেয়া হয়, অতঃপর ক্যারেক্টারসমূহকে block আকারে প্রতিবারে ১টি করে block  ট্রান্সমিট করা হয়, তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। প্রতিটিতে কমপক্ষে ৮০-১৩২ টি ক্যারেক্টার থাকে।

পদ্ধতি : এ পদ্ধতিতে ডেটাগুলোকে প্রথমে কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে সংরক্ষিত ডেটাকে নির্দিষ্ট সংখ্যক ব্লকে ভাগ করে প্রেরক স্টেশন থেকে গ্রাহক স্টেশনে ট্রান্সমিট করা হয়। এ পদ্ধতিতে প্রেরক কম্পিউটার ডেটা প্যাকেটের সাথে কতিপয় টাইমিং সিগন্যালও জুড়ে দেয়। এ ক্ষেত্রে ব্লকের মধ্যবর্তী বিরতি সময় (Interval Time) নির্দিষ্ট থাকে। প্রতিটি ব্লকে ৮০ থেকে ১৩২ টি ক্যারেক্টার থাকে। ব্লক আকারে ডেটা ট্রান্সমিট হওয়াতে স্বল্প সময়ে অধিক সংখ্যক ডেটা ট্রান্সমিট করা যায়। ব্লক ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্লকের সাথে হেডার (Header)  ও ট্রেলার (trailer)  ইনফরমেশন সিগনাল যুক্ত থাকে। এক্ষেত্রে স্টার্ট ও স্টপ বিট না থাকায় এবং অনবরত চলতে থাকায় এর গতি অনেক দ্রুত হয় এবং ট্রান্সমিশন লাইন অব্যাহৃত অবস্থায় থাকে না। এর দক্ষতা অ্যাসিনক্রোনাস এর তুলনায় অত্যন্ত বেশি। তবে এই ডেটা ট্রান্সমিশন পদ্ধতি তুলনামূলকভাবে জটিল ও ব্যয়বহুল। নিম্নে চিত্রে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতির ব্লক চিত্র এবং একাধিক ক্যারেক্টারকে ব্লক আকারে ট্রান্সমিট করার চিত্র দেখানো হলো।

সিনক্রোনাস ট্রান্সমিশন

সিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্যাবলি

Characteristics of Synchronous Transmission

১.         বেশি পরিমাণ ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এ পদ্ধতির ব্যবহার সুবিধাজনক।

২.        স্টার্ট ও স্টপ বিট না থাকায় এবং অনবরত চলতে থাকায় এর গতি অনেক দ্রুত হয়।

৩.        স্টার্ট এবং স্টপ বিটের প্রয়োজন না হওয়ায় প্রতিটি ক্যারেক্টরের পর বিরতির (Time Interval) প্রয়োজন হয় না।

৪.        ডেটা ট্রান্সমিশনের গতি অত্যন্ত বেশি। সাধারণত 56 Kbps থেকে 100 Mbps পর্যন্ত হয়ে থাকে।

সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা, অসুবিধা এবং ব্যবহার

Advantages, Disadvantages and Application of Synchronous Transmission

নিচে সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা, অসুবিধা ও ব্যবহার আলোচনা করা হলো-

সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধাসমূহ

(Advantages of Synchronous Transmission) :

১.         বেশি পরিমাণ ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এ পদ্ধতির ব্যবহার সুবিধাজনক।

২.        স্টার্ট ও স্টপ না থাকায় এবং অনবরত চলতে থাকায় এর গতি অনেক দ্রুত হয়।

৩.        স্টার্ট এবং স্টপ বিটের প্রয়োজন না হওয়ায় প্রতিটি ক্যারেক্টারের পর বিরতির (Time Interval) প্রয়োজন হয় না।

৪.        এর দক্ষতা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের চেয়ে বেশি।

৫.        সময় তুলনামূলক কম লাগে।

সিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধাসমূহ

(Disadvantages of Synchronous Transmission) :

১.         প্রেরক স্টেশনে প্রেরকের সাথে ডেটা সংরক্ষণের জন্য প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়।

২.        এই পদ্ধতির বাস্তবায়ন তুলনামূলক ব্যয়বহুল।

সিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার

(Application of Synchronous Transmission) :

১.         কম্পিউটার হতে কম্পিউটারে ডেটা কমিউনিকেশনে সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহৃত হয়।

২.        একস্থান থেকে পরবর্তী কোনো স্থানে ডেটা স্থানান্তরে এ পদ্ধতি ব্যবহার করা হয়।

৩.        এক কম্পিউটার হতে একই সময়ে অনেকগুলো কম্পিউটারে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এটি একটি বহুল ব্যবহৃত পদ্ধতি।



সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা গণনা :

Calculation of synchronous transmission efficiency

সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা গণনা করতে এ মৌলিক সূত্রটি  ব্যবহার করা যেতে পারে। ধরুন আমরা SDLC (Synchronous Data Link Control) ব্যবহার করছি। বার্তায় (message) কতগুলি তথ্য অক্ষর রয়েছে তা নির্ধারণ করে তথ্যবিটের সংখ্যা গণনা করা হয়। যদি ফ্রেমের বার্তা অংশে 100টি তথ্য অক্ষর থাকে এবং আমরা একটি 8-বিট কোড ব্যবহার করি, তাহলে 100 × 8 = 800 বিট তথ্য রয়েছে।

আবার ট্রান্সমিশনের মোট বিট হল 800 তথ্য বিট এবং ওভারহেড বিট। চিত্র অনুসার SDLC এর একটি প্রারম্ভিক বা হেডার (Header)   (8 বিট), একটি ঠিকানা (8 বিট কিন্তু 16 বিটে সেট করা যেতে পারে ), একটি নিয়ন্ত্রণ ক্ষেত্র (8 বিট), একটি ফ্রেম চেক সিকোয়েন্স (ধরুন আমরা 32 বিট সহ একটি CRC-32 ব্যবহার করি), এবং একটি শেষ বা ট্রেলার (trailer)  (8 বিট)। এভাবে মোট 64টি বা সর্বোচ্চ  72 টি ওভারহেড বিট হয়ে থাকে ।

অতএব, সঙ্ক্রিোনাস ট্রান্সমশিনরে দক্ষতা =
800/(800 + 64) = 92.6 শতাংশ।
বা  800/(800 + 72) = 91.7 শতাংশ।















Related term:

অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন

ব্যান্ড উইড্থ

ডেটা কমিউনিকেশন কি?