ওয়্যারলেস বা তারবিহীন যোগাযোগ কি ?



ওয়্যারলেস বা তারবিহীন যোগাযোগ কি

ওয়্যারলেস যোগাযোগ কি



ওয়্যারলেস বা তারবিহীন যোগাযোগ কি ?

What is wireless communication?


দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে কোনোরূপ ফিজিক্যাল কানেকশন বা ক্যাবল সংযোগ ছাড়াই ডেটা স্থানান্তরের মাধ্যমকে তারবিহীন মাধ্যম বলে। এই তার বিহীন মাধ্যমে তথ্যের যে যোগাযোগ ঘটে তাকে ওয়্যারলেস (Wireless) কমিউনিকেশন বলে।

 Wire শব্দের অর্থ তার এবং Less শব্দের অর্থ বিহীন। অর্থাৎ তারবিহীন। এমন তারহীন কমিউনিকেশনে তথ্যের যোগাযোগে কম্পিউটারসমূহকে তার দিয়ে যুক্ত করার প্রয়োজন হয় না।

তারবিহীন মাধ্যমে ইলেক্ট্রোম্যাগনোটিক রেডিয়েশনের মাধ্যমে ডেটা আদান প্রদান করা হয়। ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হলো ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন যাকে ফ্রিকুয়েন্সির সমাহারে প্রকাশ করা যায়। ফ্রিকুয়েন্সিকে পরিমাপ করা হয় সাইকেল পার সেকেন্ড অথবা হার্টজ এককে। এই ফ্রিকুয়েন্সী ডেটা কমিউনিকেশনে বাইনারি ডিজিট বহন করে তৈরি হয় ইলেক্ট্রোম্যাগনেটিক সিগনাল যা তারবিহীন মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে নি¤েœ উলে­খিত তিনটি মাধ্যম তারবিহীন কমিউনিকেশন সম্পন্ন করে।


১. রেডিও ওয়েভ বা তরঙ্গ (Radio wave)

২. মাইক্রোওয়েভ (Microwave)

৩. ইনফ্রারেড ওয়েভ (Infrared wave)


ওয়্যারলেস বা তারবিহীন যোগাযোগ কি

এটা সংঘটিত হয় OSI model নেটওয়ার্ক গঠনের ফিজিকেল লেভেল লেয়ারে। ১৯৮৬ সালে প্রথম বর্তমান বিশ্বের মানুষ লজিক্যাল বিশ^ তৈরি করতে অর্থাৎ ফিজিক্যালি কানেক্ট না হয়েও কীভাবে যোগাযোগ ব্যবস্থা অক্ষ্ণুœ রাখা যায় সে প্রচেষ্টার চূড়ান্ত ফলস্বরূপ উদ্ভাবন হয়েছে Wireless Network| যেখানে মানুষ কোনো ফিজিক্যাল মিডিয়ার মাধ্যমে সংযুক্ত না হয়েও অদৃশ্য মাধ্যমের সাহায্যে নেটওয়ার্ক ব্যবস্থা বজায় রাখবে।

জনপ্রিয় ওয়ারলেস নেটওয়ার্কসমূহের মধ্যে রয়েছে Cell phone networks, wireless local area networks (WLANs), wireless sensor networks, satellite communication networks, and terrestrial microwave networks ইত্যাদি।

এই Wireless মাধ্যমকে অনেক সময় আনগাইডেড মিডিয়াও বলা হয়। এ পদ্ধতিতে সাধারণত ফাঁকা বা খালি স্থানে ইলেক্ট্রিকেল সিগন্যাল ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মাধ্যমে সকল দিকে ছড়িয়ে পড়ে। সিগন্যাল গ্রহণকারী যে কোনো ব্যক্তি গ্রাহক হিসেবে এই সিগন্যাল গ্রহণ করতে পারে। এই মাধ্যম ডেটাসমূহকে কোনো একটি বিশেষ দিকে গাইড করে না। ডেটাসমূহ যে কোনো দিকে ছড়িয়ে যেতে পারে। এসব কারণে এধরনের Wireless মাধ্যমকে আনগাইডেড মিডিয়াও বলা হয়।



ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তা

The necessity of Wireless Communication System


দুর্গম পাহাড়ি এলাকা কিংবা প্রত্যন্ত গ্রামাঞ্চল, যেখানে তারযুক্ত নেটওয়ার্কের ব্যবস্থা করা সম্ভব নয়, সেখানেই একমাত্র আশার আলো হচ্ছে তারবিহীন নেটওয়ার্ক (Wireless Network)। তাছাড়া, এ নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমেই রাস্তাঘাট, বাসা, রেলগাড়ি, উড়োজাহাজ, জাহাজ, নদী, সমুদ্র সবখানে যোগাযোগ অক্ষুণœ রাখতে পারে।

ক্যাবল বা তার ব্যবহার করে নেটওয়ার্ক গড়তে হলে আগে সেসব তার দিয়ে প্রতিটি ডিভাইসকে সংযুক্ত করার দরকার পড়ে। কিন্তু এমন কিছু পরিবেশ থাকে যেখানে ক্যাবল ইনস্টল করা মুশকিল হয়ে দাঁড়ায়। এসব দিক বিবেচনা করে অনেক দিন থেকে চেষ্টা করে আসা হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরির।

এখানে ওয়্যারলেস নেটওয়ার্কের বিশেষ প্রয়োজনীয়তা উলে­খ করা হলো

১. ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে দুর্গম এলাকায় নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

২. ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে মহাকাশে সফল অভিযান পরিচালনা করা সম্ভব।

৩. ওয়্যারলেস নেটওয়ার্কে নয়েজের প্রভাব কম থাকে।

৪. এতে কোনো ক্যাবল স্থাপন করতে হয় না বলে খরচ কম হয়।

৫. ক্যাবল চুরির ভয় থাকে না।

৬. মানুষকে ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করতে হয় না।

৭. নেটওয়ার্কের NIC Card (Modem) Portable.

৮. নেটওয়ার্ক ব্যবস্থার Mobility সম্ভব।
















ওয়্যারলেস যোগাযোগ কি

Related Term :

ডেটা কমিউনিকেশন কি?

টুইস্টেড পেয়ার ক্যাবল | প্রকারভেদ,

কো-এক্সিয়াল ক্যাবল | প্রকারভেদ, বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা

ফাইবার অপটিক ক্যাবল কি?-বৈশিষ্ট্য,গঠন, প্রকারভেদ,সুবিধা সমূহ