কম্পিউটার নেটওয়ার্ক কি? উদ্দেশ্য | কত প্রকার ও কি কি?



কম্পিউটার নেটওয়ার্ক


কম্পিউটার নেটওয়ার্ক কি?

What is computer network ?


নেটওয়ার্ক হলো এমন একটি ব্যবস্থা যাতে বিভিন্ন বস্তু বা ব্যক্তিসমূহ জালের ন্যায় যুক্ত থাকে। কম্পিউটার নেটওয়ার্ক হলো এমন একটি ব্যবস্থা যাহাতে দুই বা ততোধিক কম্পিউটার তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে একে অপরের সাথে যুক্ত থাকে।

বড় বড় প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা-প্রশাখায় স্থাপিত কম্পিউটারসমূহ একে অপরের কাছ থেকে অনেক দূর-দূরান্তে অবস্থান করে। কম্পিউটার নেটওয়ার্ক এর সুবাদে এক কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে তথ্য আদানÑপ্রদান করে প্রতিষ্ঠান পরিচালনার কাজ করতে পারে।    

নিম্নে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারের সুবিধাসমূহ উল্লেখ করা হলো :

ক.    প্রোগ্রাম ও ফাইল শেয়ারিং (Program and file Sharing)

খ.     রিসোর্স শেয়ারিং (Resource Sharing)

গ.     ডেটাবেজ শেয়ারিং (Database Sharing)

ঘ.     নির্ভরযোগ্য (Reliability)

ঙ.     ব্যয় সংকোচন ( Saving money)

চ.     কর্মদক্ষতা বৃদ্ধি (Increased System performance)

ছ.     কেন্দ্রীয় ব্যবস্থাপনা (Centralized Management)

জ.    নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা (Security and Privacy)

ঝ.    একাধিক অপারেটিং সিস্টেমে সংযোগ (Access to more than one operation system)

ঞ.   ওয়ার্ক গ্রæপ তৈরিকরণ (Creation of workgroup)

ট.     শক্তিশালী যোগাযোগ মাধ্যম তৈরি করন (Powerful Communication Medium)



কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য

Objectives of Computer Network


হার্ডওয়্যার ও সফ্টওয়্যার রিসোর্স শেয়ার : নেটওয়ার্কিং সিস্টেমে একাধিক কম্পিউটার পরস্পর পরস্পরের সাথে তথ্য শেয়ার করতে পারে। হার্ডওয়্যার ও সফ্টওয়্যার রিসোর্স (Resource)সমূহ শেয়ার করতে পারে। ফলে কোনো কম্পিউটার ব্যবহারকারীর যদি নিজস্ব কোনো প্রিন্টার নাও থাকে তথাপি সে তার প্রয়োজনীয় ফাইল (File) টি নেটওয়ার্ক সিস্টেমে সংযুক্ত অন্য কোনো কম্পিউটার ব্যবহারকারীর প্রিন্টার ব্যবহার করে প্রয়োজনীয় কার্য সম্পাদন করে নিতে পারেন। আবার অন্যান্য ব্যবহারকারীও তাদের নিজেদের হার্ডওয়্যার ও সফ্টওয়্যারসমূহকে এভাবেই পরস্পর পরস্পরের সাথে শেয়ার (Share) করতে পারেন।

কাজের বন্টন: বিভিন্ন ব্যবহারকারী পরস্পর নিজেদের মধ্যে কাজের বণ্টনের মাধ্যমে কাজ বিনিময় করতে পারেন। কোনো একক Computer এর তুলনায় নেটওয়ার্কে সংযুক্ত Computer এর বিশ্বস্ততা ও দক্ষতা অনেক বেশি।

ইনফরমেশন রিসোর্স শেয়ার : কম্পিউটার নেটওয়ার্কিং সুবিধার কারনে নেটওয়ার্কে যুক্ত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল ও প্রয়োজনীয় তথ্য শেয়ার করা সম্ভব হয়।  এইরূপ সিস্টেমে অধিক মাত্রায় প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও তথ্যের নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান। এতে সময়, খরচ ও জনবল সংক্রান্ত সুবিধাদিও বিদ্যমান।

সুতরাং বলা যায়, সময় ও আর্থিক সাশ্রয়, সিস্টেমের বিশ্বস্ততা (Reliability), নিরাপত্তা (Security)  ও দক্ষতা (Performance) নিশ্চিত করে হার্ডওয়্যার ও সফ্টওয়্যার রিসোর্সসমূহ শেয়ারিং-এর মাধ্যমে একাধিক কম্পিউটারের মধ্যে তথ্য ও কাজের আদান-প্রদান করাই কম্পিউটার নেটওয়ার্কের মৌলিক উদ্দেশ্য।



কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ

Types of computer network


১) কার্যাবলির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নেটওয়ার্ককে প্রধানত দু’ভাগে ভাগ করা যায়। যথা –

ক. পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্ক (Peer-to-peer Network)

খ. ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক (Client-Server Network)


২) ভৌগলিক বিস্তৃতির উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে মূলত চার ভাগে ভাগ করা যায়। নিচে এগুলোর দেওয়া হলো-

১. পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (Personal Area Network)

২. লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network)

৩. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network)

৪. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network)


৩) মালিকানার উপর ভিত্তি করে কম্পিউটার নটেওয়ার্ককে দুই ভাগে ভাগ করা হয়।

১. প্রাইভটে নটেওর্য়াক (Private Network)

২. পাবলিক (Public Network)


৪) নেটওয়ার্ক টপোলজির উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্কের শ্রেনিবিভাগ।

১. বাস নেটওয়ার্ক (Bus Network)

২. রিং নেটওয়ার্ক (Ring Network)

৩. স্টার নেটওয়ার্ক (Star Network)

৪. হাইব্রিড নেটওয়ার্ক (Hybrid Network)

৫. মেশ নেটওয়ার্ক (Mesh Network)

৬. ট্রি নেটওয়ার্ক (Tree Network)


৫) নিয়ন্ত্রন কাঠামো অনুসারে নেটওয়ার্কের শ্রেনীবিভাগ

১. সেন্ট্রালাইজড নেটওয়ার্ক (Centralized Network)

২. ডিষ্ট্রিবিউটেড নেটওয়ার্ক (Distributed Network)

৩. হাইব্রিড নেটওয়ার্ক ( Hybrid Network)




কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ















Related Term :

ষ্টার টপোলজি

রিং টপোলজি

Bus topology