টুইস্টেড পেয়ার ক্যাবল

টুইস্টেড পেয়ার ক্যাবল কি?

What is a twisted pair cable?

দুটি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার ক্যাবল তৈরি করা হয়। পেঁচানো তার দুটিকে পৃথক রাখার জন্য এদের মাঝে অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়ে থাকে।

সাধারণত ট্ইুস্টেড পেয়ার এ দুই ধরনের ক্যাবল থাকে। একটি Receiver এর নিকট Signal বহনে ব্যবহৃত হয়, আর অপর তারটি Ground হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ একটি (+ve) data signal এবং অপরটি (-ve) data signal বহনে ব্যবহৃত হয়।

টুইস্টেড পেয়ার ক্যাবল এর ফ্রিকুয়েন্সি রেঞ্জ হচ্ছে 100 Hz – 5 MHz । আলেকজান্ডার গ্রাহামবেল ১৮৮১ সালে টুইস্টেড পেয়ার কেবল আবিষ্কার করেন।

টুইস্টেড পেয়ার ক্যাবল

২ জোড়া বা ৪টি তারের টুইস্টেড পেয়ার ক্যাবল ব্যবহার করা হয় টেলিফোন সেটে এবং ৪ জোড়া বা ৮টি তারের টুইস্টেড পেয়ার ক্যাবল ব্যবহার করা হয় কম্পিউটার নেটওয়ার্কিংয়ে। এ ধরনের ক্যাবলে সাধারণত মোট ৪ জোড়া তার ব্যবহৃত হয়। প্রতি জোড়া তারের মধ্যে একটি সাধারণ বা কমন রংয়ের (সাদা) তার থাকে এবং অপর তারগুলো হয় ভিন্ন রংয়ের।

তারসমূহ সংযোজনের সময় ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ নম্বরের ভিত্তিতে সংযোগ দিতে হয়। এ ধরনের ক্যাবল ব্যবহার করে ১০০ মিটারের বেশি দূরত্বে কোনো ডেটা প্রেরণ করা যায় না। এছাড়াও ডেটা ট্রান্সফারের দূরত্ব বাড়তে থাকলে ডেটা ট্রান্সফার রেট কমতে থাকে। টুইস্টেড পেয়ার ক্যাবলের ট্রান্সমিশন লস অত্যন্ত বেশি। দু’টি তার থেকে একটি তারের মধ্যদিয়ে সিগনাল পাঠানোর সময় বাইরের পরিবেশ থেকে কিছু অবাঞ্ছিত নয়েজ (ঘড়রংব ওহঃবৎভবৎবহপ(Noise Interference) ব) এবং ক্রসটক (Crosstalk)  উভয় তারের উপর অনাকাক্সিক্ষত কিছু signal তৈরি করে। যেহেতু টুইস্টেড পেয়ার ক্যাবল এর দু’টি প্যাঁচানো তারই অপরিবাহী জেকেট (Insulating jacket) দ্বারা আবৃত থাকে, ফলে বাইরের থেকে এবং পার্শ্ববর্তী তারের সাথে ক্রসটক (Cross talk) থেকে উৎপন্ন অনাকাক্সিক্ষত ইলেকট্রোম্যাগনেটিক নয়েজ (Electromagnetic Noise) কে প্রতিহত করতে পারে।

প্রকারভেদ :

সাধারণত Twisted pair cable -কে ২টি ভাগে ভাগ করা হয়

১.     শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল বা এসটিপি (Shielded Twisted Pair -STP)       

২.    আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল বা ইউটিপি (Un-shielded Twisted Pair -UTP)

১.     শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল বা STP (Shielded twisted Pair (STP)  : Shielded Twisted Pair এর সংক্ষিপ্ত রূপ হলো STP। অনাকাক্সিক্ষত Noise প্রতিহত করার আবরণ (Shielding)  এবং জোড়া তারের (Twisted pair) সমন্বয়ে STP ক্যাবল গঠিত। তারের প্রত্যেক জোড়াই ধাতবপাত (Metallic foil) দ্বারা মোড়ানো (Wrapping)  থাকে। STP ক্যাবলে ২টি অংশ থাকে –

১. জোড়া তারের প্রত্যেকটি ধাতব সুতা দ্বারা বুনন করা থাকে (Wrapping in an overall metallic thread)

২. তারের উপর ধাতব পাত দ্বারা মোড়ানো থাকে (Wrapping in metallic foil)

টুইস্টেড পেয়ার ক্যাবল

Shielded Twisted Pair (STP)-এর বৈশিষ্ট্য :

১.     STP ক্যাবলের মূল্য UTP এবং কো-এক্সিয়ালের ক্যাবলের চেয়ে বেশি কিন্তু ফাইবার অপটিক এর চেয়ে কম।

২.    বিশেষ ধরনের কানেক্টর ব্যবহার করা হয় বলে UTP এর চেয়ে STP ক্যাবল ব্যবহারে অসুবিধা বেশি।

৩.    এই ক্যাবলের সর্বোচ্চ ব্যান্ডউইড্থ হলো ১৬ এমবিপিএস।

৪.     এই ক্যাবলের সুবিধা হলো এতে EMI (Electromagnetic Interference)  কম।


২. আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল বা ইউটিপি (Unshielded Twisted Pair (UTP) :

টুইস্টেড পেয়ার ক্যাবল দিয়ে Communication তৈরির ক্ষেত্রে যে Type সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তা হলো Unshielded Twisted Pair (UTP) ক্যাবল। UTP-কে চার জোড়া (Four-pair) Wire media- ও বলা হয়। UTP ক্যাবলে ৮টি কপার তার প্রত্যেকটি অপরিবাহী পদার্থ দ্বারা আবৃত থাকে। আবার তারের প্রত্যেকটি জোড়া একে অপরের চেয়ে কালার কোডের মাধ্যমে পৃথক থাকে। এই কেবল কম্পিউটার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে সাধারণত ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

টুইস্টেড পেয়ার ক্যাবল


টুইষ্টেড পেয়ার ক্যাবলের সুবিধা :

১) অ্যানালগ এবং ডিজিটাল উভয় ডেটা ট্রান্সমিশনে এই ক্যাবল ব্যবহৃত হয়।

২) কম দুরুত্বে ডেটা প্রেরনের জন্য এটি সর্বপেক্ষা কম ব্যায় বহুল জনপ্রিয় ক্যাবল।

৩) টেলিফোন সিষ্টেমে ব্যবহৃত টুইষ্টেড পেয়ার ক্যাবলের মধ্যে দিয়ে সিগনাল কোন রকম পরিবর্তন ছাড়াই বেশ কয়েক কিলোমিটার পর্যন্ত যেতে পারে।

৪) ইনষ্টলেশন পদ্বতী খুবই সহজ।


টুইষ্টেড পেয়ার ক্যাবলের অসুবিধা :

১) নয়েজ সিগনাল দ্বারা সহজে প্রভাবিত হওয়ার কারনে যোগাযোগ দুরুত্ব বেশি হলে ভুলের মাত্রা (Error rate) বেড়ে যায়।

২) গঠন পাতলা হওয়ার কারনে সহজে ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে।

৩) ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত বেশি।

৪) বেশি দুরুত্বে ডেটা পাঠানোর ক্ষেত্রে ২ কি.মি পর পর রিপিটার ব্যবহার করতে হয়।

৫) এটি ১০০ মিটার দুরুত্বে তথ্য প্রেরনে উপযোগী।


টুইষ্টেড পেয়ার ক্যাবলের ব্যাবহার :

১) টেলিফোন লাইনে এই ক্যাবল সচরাচর ব্যবহৃত হয়।

২) LAN স্থাপনের ক্ষেত্রে এই ক্যাবল ব্যবহৃত হয়।

















Related Topics :

ডেটা কমিউনিকেশন কি?

ব্যান্ডউইড্থ বা ডেটা ট্রান্সমিশন স্পীড 

অ্যাসনিক্রোনাস ডেটা ট্রান্সমশিন

সিনক্রোনাস ট্রান্সমশিন