What is bandwidth?
ব্যান্ডউইডথ কি?
একটি মাধ্যমের মধ্য দিয়ে একক সময়ে কী পরিমাণ ডেটা পরিবাহিত হয় তাকে বলা হয় ব্যান্ডউইড্থ বা ডেটা ট্রান্সমিশন স্পীড বলে। অথবা, একটি সিগন্যালের ফ্রিকোয়েন্সির সর্বনিম্ন ও সর্বোচ্চ মানের মধ্যকার পার্থক্যকে Bandwidth বলে।
একটি এনালগ সিগনালের সর্বনিম্ন ফ্রিকুয়েন্সি যদি fl হয় এবং সর্বোচ্চ ফ্রিকুয়েন্সি যদি fh হয় তবে উক্ত সিগনালের ব্যান্ডউইডথ (B) হবে-
B = fh – fl
এখানে,
B = Bandwidth
fh = Highest Frequency
fl = Lowest Frequency
অ্যানালগ ডিভাইসের ক্ষেত্রে ব্যান্ডউইড কে cycles per second বা Hertz (Hz) এককে প্রকাশ করা হয়।
যেমন- একটি অ্যানালগ সিগন্যালের সর্বনিম ফ্রিকোয়েন্সি হলো 1000 Hz এবং সর্বোচ্চ ফ্রিকুয়েন্সি 5000 Hz । তাহলে উক্ত সিগনালের ব্যান্ডউইডথ হবে 5000 Hz – 1000 Hz = 4000 Hz
আবার কোনো ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে ব্যান্ডউইডথ হলো মাধ্যমের মধ্যে দিয়ে একক সময়ে সর্বোচ্চ যে পরিমাণ ডেটা পরিবাহিত হয় তাকে বুঝায়। সেক্ষেত্রে ব্যান্ডউইডথকে সাধারণত bit per second (bps) বিট/সেকেন্ড বা byte per second বাইট/ সেকেন্ড এককে প্রকাশ করা হয়। যদি কোনো ক্যাবলে সেকেন্ডে ১০ মেগা বিট ডেটা পরিবাহিত হতে পারে তাহলে তার ব্যান্ডউইড্থ হলো ১০ মেগাবিট/সে. বা 10 Mbps । কোনো মাধ্যমের ব্যান্ডউইড্থ যত বেশি হয় ডেটা ট্রান্সমিশন তত ভালো হয়।
ডেটা ট্রান্সমিশনের গতির উপর নির্ভর করে কমিউনিকেশনের গতিকে তিন ভাগে ভাগ করা যায়। যথাÑ
ক. ন্যারো ব্যান্ড (Narrow Band)
খ. ভয়েস ব্যান্ড (Voice Band)
গ. ব্রড ব্যান্ড (Broad Band)
ক. ন্যারো ব্যান্ড (Narrow Band): ন্যারো ব্যান্ড (Narrow Band) এর ডেটা ট্রান্সমিশন স্পীড ৪৫ থেকে ৩০০ bps পর্যন্ত হতে পারে। ন্যারো ব্যান্ড (Narrow Band) এর ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশন ধীর গতিসম্পন্ন। টেলিগ্রাফির ক্ষেত্রে এধরনের ব্যান্ড বেশি ব্যবহার করা হয়। টেলিগ্রাফি বা টেলিফোনির ক্ষেত্রে ন্যারোব্যান্ড ৩০০ থেকে ৩৪০০ হার্টজ পর্যন্ত ফ্রিকুয়েন্সি প্রদান করে। সাধারণত অডিও স্পেকট্রাম এর ক্ষেত্রে ন্যারো ব্যান্ড ফ্রিকুয়েন্সী ব্যবহার হয়।
খ. ভয়েস ব্যান্ড (Voice Band): টেলিফোনের ক্ষেত্রে এধরনের ভয়েস ব্যান্ড (Voice Band) বেশি ব্যবহার করা হয়। টেলিফোন লাইনে এই ব্যান্ডে সাধারণত ৩০০ থেকে ৩৪০০ হার্টজ ফ্রিকুয়েন্সীতে তথ্য স্থানান্তর করতে পারে। কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে অথবা কার্ড রিডার থেকে কম্পিউটারে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রেও ইহা ব্যবহার করা হয়। ভয়েস ব্যান্ড (Voice Band এর ডেটা ট্রান্সমিশন স্পীড ৯৬০০ bps পর্যন্ত হতে পারে।
গ. ব্রড ব্যান্ড (Broad Band): ব্রড ব্যান্ড (Broad Band) হলো উচ্চ গতিসম্পন্ন ডেটা ট্রান্সমিশন সিস্টেম। ব্রডব্যান্ডে বিস্তৃত ব্যান্ডউইড্থ এবং অধিক তথ্য বহনের ক্ষমতা থাকে। এর ডেটা ট্রান্সমিশন স্পীড ন্যূনতম ১ মেগাবিট/সেকেন্ড বা 1Mbps হতে অনেক বেশি উচ্চগতিসম্পন্ন। সাধারণত ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন বা ডিএসএল, রেডিওলিংক, অপটিক্যাল ফাইবার, মাইক্রোওয়েব এবং স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা কমিউনিকেশনের জন্য এ ব্যান্ড ব্যবহার করা হয়।
ব্যান্ড উইডথ গননা ( Bandwidth Calculation) : একটি চ্যানেলের মধ্যে দিয়ে ১০ সেকেন্ডে ১৭৫০০০ বিট ডেটা স্থানান্তরিত হলে ব্যান্ডউইডথ কত?
সমাধান: ১০ সেকেন্ডে ডেটা স্থানান্তরিত হয় ১৭৫০০০ বিট
১ সেকেন্ডে স্থানান্তরিত হয় ১৭৫০০০/১০ = ১৭৫০০ bs-1
যেহেতু , একটি মাধ্যমের মধ্য দিয়ে একক সময়ে কী পরিমাণ ডেটা পরিবাহিত হয় তাকে বলা হয় ব্যান্ডউইড্থ বা ডেটা ট্রান্সমিশন স্পীড বলে। এটিকে সাধারনত “Bit per second” বা bps দ্বারা পরিমাপ করা হয়।
অতএব , চ্যানেলটির ব্যান্ডউইডথ হলো ১৭৫০০ bps
ব্যান্ড উইডথ একক হিসাব (Units of Bandwidth Measurement) :
bps = Bit per second ( Bit = 0 or 1)
Kbps = Kilobits per second (1000 bit = 1 kilobit)
Mbps = Megabits per second ( 1000 kilobit = 1 megabit = 1000000 bits)
Gbps= Gigabits per second ( 1000 megabit = 1 Gigabit = 1000000000 bits)
Tbps = Terabits per second (1000 gigabit = 1 Terabit)
Pbps = Petabits per second ( 1000 Terabit = 1 Petabit)
1 Byte = 8 bit
1 Kilobyte ( 1KB ) = 1024 byte
1 Megabyte (1MB) = 1024 Kilobyte ( KB)
1 Gigabyte ( 1GB) = 1024 Megabyte (MB)
1 Terabyte (1 TB) = 1024 Gigabyte (GB)
125 Byte = 1 Kilobit
125000 Bytes = 1 Megabit
125000000 Bytes = 1 Gigabit
ব্যান্ডউইডথ বলতে কি বুঝায়
Related term :