রেডিও তরঙ্গ কি
রেডিও তরঙ্গ কি?
রেডিও যোগাযোগের মৌলিক বিল্ডিং ব্লক হল এই রেডিও তরঙ্গ। এই তরঙ্গ বা ওয়েভ হলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণ যার কম্পাংক ৩ কিলো হার্টজ থেকে ৩০০ গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। এই তরঙ্গ খালি চোখে দেখা যায় না কারণ এর কম্পাংক দৃশ্যমান আলো থেকে কম। রেডিও ওয়েভ আলোর গতিতে বিচরণ করে। ১৮৬৭ সালে স্কটিশ পদার্থবিদ James Clerk Maxwell প্রথম রেডিও ওয়েভ সম্পর্কে ধারণা দেন।
কৃত্রিমভাবে তৈরিকৃত বেতার তরঙ্গ মোবাইল যোগাযোগ, বেতার যোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্ক সহ অসংখ্য কাজে ব্যবহৃত হয়। ভিন্ন তরঙ্গের বেতার তরঙ্গ ভিন্ন বৈশিষ্ট্যের হতে পারে। বড় তরঙ্গদৈর্ঘ্যরে বেতার তরঙ্গ পুরো পৃথিবীকে ঘিরে নিতে পারে আবার ক্ষুদ্র দৈর্ঘ্যরে বেতার তরঙ্গ আয়োনোমণ্ডল দ্বারা প্রতিফলিত হতে পারে। রেডিও ওয়েভ সহজেই অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং বিল্ডিংকেও ভেদ করতে পারে। এ কারণে যোগাযোগের ক্ষেত্রে রেডিও ওয়েভ ঘরে-বাইরে সর্বত্র ব্যবহার করা যায়।
রেডিও তরঙ্গ বা ওয়েব কিভাবে কাজ করে ?
রেডিও কমিউনিকেশন সিস্টেমে রেডিও ওয়েভ ডেটা বহন করে নিয়ে যায় একস্থান থেকে অন্য স্থানে। কম্পিউটার ডেটা সিগন্যালকে (Data signal) ইলেকট্রিক পালস (Electrical pulses) আকারে পাঠায়। রেডিও ট্রান্সমিটার এ ধরনের ইলেকট্রিক সিগন্যালকে রেডিও ওয়েভে রূপান্তর করে, এরূপ ইলেকট্রিক কারেন্ট (Electric current) এর পরিবর্তন ট্রান্সমিটারের অ্যানটেনা জেনারেট করে থাকে।
অ্যানটেনা থেকে রেডিও Straight line বরাবর বিকিরিত হয়ে থাকে। অধিকাংশ রেডিও ওয়েভ কোনো একটি অ্যানটেনা (antenna) হতে যখন ট্রান্সমিট হয়, তখন ট্রান্সমিটকৃত ওয়েভ সকল দিকে ব্রডকাস্ট হয়। কিন্তু Sending এবং Receiving অ্যানটেনা এক নয়। একটি Sending করে, আর অন্য আরেকটি Receiving অ্যানটেনা ওয়েভকে Receive করে। কিছু কিছু রেডিও ওয়েভ এর সঞ্চালন হলো sky mode আর এতে ওয়েভ লং ডিসট্যান্স (Long distance) অতিক্রম করতে পারে। এ বৈশিষ্ট্যের কারণে রেডিও ওয়েভ লং ডিসট্যান্স এ broadcasts হতে পারে, যেমন AM Radio.
আবার কিছু কিছু রেডিও ওয়েভ low এবং medium ফ্রিকোয়েন্সিতে সঞ্চলিত হয়। এ ধরনের ফ্রিকোয়েন্সিতে ওয়েভ দেয়ালের (walls) অভ্যন্তরে প্রবেশ করতে পারে। ওয়েভের এ ধরনের বৈশিষ্ট্যের সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। সুবিধা হলো বিল্ডিং-এর অভ্যন্তরে AM রেডিও সিগন্যাল Receive করতে পারে।
আবার অসুবিধা হলো এ ধরনের Communication বিল্ডিং এর ভিতরে হচ্ছে, না বাইরে হচ্ছে তা পৃথক করতে পারে না। রেডিও ওয়েভ এর মাধ্যমে WLAN সংযোগে কিছু অসুবিধা রয়েছে। যেমন Transmitting অ্যানটেনা থেকে রেডিও ওয়েভ যে শক্তিতে (strength) transmit হয়, আস্তে আস্তে ওয়েভের strength তা লঘু হতে থাকে। আলোর মতো, রেডিও ওয়েভ কিছু ধাতব পদার্থ দ্বারা শোষিত (Absorbed) হয়, আবার কিছু পদার্থ দ্বারা প্রতিফলিত (Reflect) হয়।
রেডিও তরঙ্গের বৈশিষ্ট্য
১.এতে বহু দূরত্বে ডেটা সহজে জেনারেট করা যায়।
২.রেডিও ওয়েভ ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে।
৩.রেডিও ওয়েভের শক্তি নির্ধারিত হয় অ্যানটেনা ও ট্রান্সরিসিভারের মাধ্যমে।
৪.রেডিও ওয়েভ অপেক্ষাকৃত ব্যয়বহুল।
৫.ডেটা Transmission loss ও EMI জনিত সমস্যা বিদ্যমান।
৬.এতে ঝড়-বৃষ্টি, তুফান ইত্যাদি কারণে Data interference জনিত সমস্যা দেখা দিতে পারে।
রেডিও তরঙ্গের সুবিধা
১.রেডিও ওয়েভ সেকেন্ডে ১৮৫ মাইল দূরত্বে বিশাল পরিমাণ ডেটা ট্রান্সমিট করতে পারে।
২.লো ফ্রিকোয়েন্সির রেডিও ওয়েভ দেয়াল ভেদ করে যেতে পারে। ফলে আমরা বিল্ডিং এর ভিতরে বসে ডেটা গ্রহণ করতে পারি।
৩.রেডিও ওয়েভ বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার পর্যন্ত বিস্তুৃত হতে পারে তাই পৃথিবীর যে কোনো স্থানের সাথে যোগাযোগ করা যায়।
৪.রেডিও ওয়েভ কমিউনিকেশনে কোনো তার মাধ্যমের প্রয়োজন হয় না।
রেডিও তরঙ্গের অসুবিধা
১.নিম্ন ফ্রিকোয়েন্সির কারণে একসাথে বেশি পরিমাণ ডেটা প্রেরণ করতে পারে না।
২.একই ফ্রিকোয়েন্সিতে একাধিক প্রেরক থাকলে তাদের মধ্যে ইন্টারফারেন্স হয়।
৩.রেডিও ওয়েভ কমিউনিকেশনে ডেটা নিরাপত্তা কম।
FAQs ( Frequently Asked Questions) :
রেডিও তরঙ্গ কি?
রেডিও যোগাযোগের মৌলিক বিল্ডিং ব্লক হল এই রেডিও তরঙ্গ। এটি হলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণ যার কম্পাংক ৩ কিলো হার্টজ থেকে ৩০০ গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। এই তরঙ্গ ইলেক্ট্রোম্যাগনেটিক বর্ণালীতে দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্যের। রেডিও তরঙ্গ একটি ট্রান্সমিটার নামক একটি ইলেকট্রনিক ডিভাইস দ্বারা কৃত্রিমভাবে উত্পন্ন হয়, যা একটি অ্যান্টেনার সাথে সংযুক্ত থাকে এবং তরঙ্গগুলিকে বিকিরণ করে।
রেডিও তরঙ্গ কোথায় ব্যবহৃত হয়?
রেডিও তরঙ্গ স্ট্যান্ডার্ড ব্রডকাস্ট রেডিও এবং টেলিভিশন, শর্টওয়েভ রেডিও, নেভিগেশন এবং এয়ার-ট্রাফিক কন্ট্রোল, মোবাইল ফোন, ওয়্যারলেস কম্পিউটার নেটওয়ার্ক, এবং অসংখ্য অন্যান্য যোগাযোগ অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়।
রেডিও তরঙ্গের ফ্রিকোয়েন্সি কত ?
রেডিও তরঙ্গের ফ্রিকোয়েন্সি বা কম্পাংক ৩ কিলো হার্টজ থেকে ৩০০ গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। এই তরঙ্গ ইলেক্ট্রোম্যাগনেটিক বর্ণালীতে দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্যের।
Related term :
ওয়্যারলেস বা তারবিহীন যোগাযোগ কি ?
কো-এক্সিয়াল ক্যাবল | প্রকারভেদ, বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা
ফাইবার অপটিক ক্যাবল কি?-বৈশিষ্ট্য,গঠন, প্রকারভেদ,সুবিধা সমূহ