ডেটা ট্রান্সমিশন মোড
ডেটা ট্রান্সমিশন মোড কি?
What is data transmission mode?
ডেটা একস্থান থেকে অন্যস্থানে কিংবা এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে বিভিন্ন পদ্ধতিতে পাঠানো হয়। উৎস থেকে গন্তব্যে দিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ডেটা পাঠানোর পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন মোড বলে।
প্রকার ভেদ
ডেটা ট্রান্সমিট হওয়ার উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে নি¤œলিখিত তিনটি ভাগে ভাগ করা যায়। যথা-
১. Simplex (একমুখী)
২. Half Duplex (উভয়মুখী প্রেরণ অথবা গ্রহণ) এবং
৩. Full Duplex (উভয়মুখী প্রেরণ এবং গ্রহণ)
১. Simplex (একমুখী) : যে কমিউনিকেশন ব্যবস্থায় ডেটার সিগন্যাল একস্থান হতে অন্যস্থানে শুধুমাত্র একদিকে প্রেরণের ব্যবস্থা থাকে, ঐ প্রেরণ পদ্ধতিকে সিমপ্লেক্স (Simplex) বলে। এ পদ্ধতিতে ডেটা প্রেরণে যে ডিভাইসটি গ্রাহক হিসেবে কাজ করে, তা কখনই ডেটার সিগন্যালের প্রেরক হিসেবে কাজ করে না বা গ্রাহক প্রান্ত কোনো অবস্থাতেই ডেটা প্রেরণ করতে পারে না। যেমন- কীবোর্ড এবং মনিটরকে সিমপ্লেক্স (Simplex) এর উদাহরণ হিসেবে বলতে পারি। এছাড়াও রয়েছে রেডিও, টেলিভিশন, কম্পিউটার থেকে লাইন প্রিন্টারে ডেটা প্রেরণ, ই-মেইল কমিউনিকেশন ইত্যাদি সিমপ্লেক্স (Simplex) পদ্ধতির উদাহরণ।
২. হাফ ডুপ্লেক্স (Half Duplex) : এ ব্যবস্থায় উভয় দিকে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়, তবে একই সময়ে তা সম্ভব নয়। অর্থাৎ একটি ডিভাইস একই সময়ে গ্রাহক বা প্রেরক যে কোনো একটি হিসেবে কাজ করতে পারে। এতে দুটি তারের প্রয়োজন হয়। যখন একজন ব্যক্তি কথা বলে, তখন অপর ব্যক্তি শ্রবণ করে। এ প্রক্রিয়া পর্যায়ক্রমে চলতে থাকে, কিন্তু একই সাথে দু’ব্যক্তি কথা বলতে বা শ্রবণ করতে পারে না। এ পদ্ধতির অন্যতম উদাহরণ হলো – ওয়াকি-টকি এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা।
৩. ফুল-ডুপ্লেক্স (Full Duplex) : ফুল-ডুপ্লেক্স (Full Duplex) কে শুধুমাত্র ডুপ্লেক্স (Duplex)-ও বলা হয়। যে যোগাযোগ ব্যবস্থায় ডেটা সিগন্যালকে উভয়দিকে গ্রহণ ও প্রেরণ করা যায়, তাকে ফুল-ডুপ্লেক্স (Full Duplex) বা ডুপ্লেক্স (Duplex) বলা হয়। এক্ষেত্রে লক্ষণীয় যে, সংযোগ ব্যবস্থা এমন হয়, যাতে একই স্টেশন একই সাথে গ্রাহক এবং প্রেরক উভয় হিসেবে কাজ করতে সক্ষম হয়।
টেলিফোন লাইন নেটওয়ার্ক ফুল-ডুপ্লেক্স (Full Duplex) কমিউনিকেশনের একটি উদাহরণ।
আবার প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা –
১.ইউনিকাস্ট (Unicast)
২.ব্রডকাস্ট (Broadcast)
৩.মাল্টিকাস্ট(Multicast)
১. ইউনিকাস্ট (Unicast) : যে পদ্ধতিতে একটি প্রেরক হতে শুধুমাত্র একটি প্রাপক ডেটা গ্রহণ করতে পারে তাকে ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড বলে। সিমপ্লেক্স , হাফ-ডুপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্স পদ্ধতি ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড এর অন্তর্গত। চিত্রে প্রেরক A থেকে প্রাপক B তে ডেটা প্রবাহিত হচ্ছে।
২.ব্রডকাস্ট (Broadcast) : যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে নেটওয়ার্কভুক্ত একটি প্রেরক থেকে ডেটা প্রেরণ করা হলে নেটওয়ার্ক অধিন সকল প্রাপক তা গ্রহণ করতে সম্ভব হয় তাকে ব্রডকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড বলে। উদাহরণ হিসেবে রেডিও, টেলিভিশন এর সমম্প্রচার, এক কম্পিউটার থেকে একাধিক প্রিন্টারে ডেটা প্রেরণ এর কথা বলা যায়। চিত্রে প্রেরক A থেকে প্রাপক B , C , D ও E সকলেই ডেটা গ্রহণ করছে।
৩.মাল্টিকাস্ট (Multicast) : যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে নেটওয়ার্কভুক্ত একটি প্রেরক থেকে ডেটা প্রেরণ করা হলে শুধুমাত্র অনুমোদিত বা একই গ্র“পভুক্ত প্রাপকগুলো তা গ্রহণ করতে সম্ভব হয় তাকে মাল্টিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড বলে। উদাহরণ হিসেবে টেলিকনফারেন্সিং এবং ভিডিও কনফারেন্সিং এর নাম উলেখ করা যায়। চিত্রে প্রেরক A থেকে অনুমোদিত প্রাপক B, D ও E ডেটা গ্রহণ করছে। C অনুমোদিত না হওয়ায় ডেটা গ্রহণ করতে পারছে না।
Related term: